বাড়ীর ছাদে গাছের বাগান
লিখেছেন লিখেছেন শেখ সাদী ০১ জুলাই, ২০১৩, ০৮:৩৩:৩২ সকাল
ছড়া
কালো আকাশে তারা উঠেছে,
বাগানে ফুল ফুটেছে, ফল ধরেছে,
কে দেখবি আয় রে।
পাখিরা গান ধরেছে,
আজানের ধ্বনি উঠেছে,
খোকা খুকির ঘুম ভেঙ্গেছে,
সূরযি মামা উঠলোরে।
প্রজাপতি ডানা মেলেছে,
লজ্জাবতী লজ্জা পেয়েছে,
তোরা একটু সররে।
সাদী
একটি দেশের আবহাওয়া স্বাভাবিক রাখার জন্য মূলভূমির ২৫%গাছপালা থাকা প্রয়োজন ।কিন্তু আমাদের দেশে ১০-১২%গাছপালা আছে । দিনে দিনে গাছপালা কেটে বড় বড় দালান কোটা তৈরী করা হচ্ছে । এতে করে মানুষ হারাচ্ছে অক্সিজেন ও সুন্দর পরিবেশ ।প্রকৃতি হারাচ্ছে তার ভারসাম্য ও জীব বৈচিত্র ।বাড়ীর ছাদে যতটুকু সম্ভব ওষুধি , বনজী ফুল ফলের বাগান করা যেতে পারে । এতে বাড়ীর সৌন্দরয যেমন বৃদ্ধি পাবে তেমনি পরিবেশের সৌন্দরয ও ভারসাম্য বৃদ্ধি পাবে । আবার অক্সিজেনের ঘাটতি পূরন হবে । ফল ,ফুলের ঔষধও পাওয়া যাবে । বাড়ীরর ছাদে গাছের বাগান আর এটি যদি সব বাড়ীতে হয় তাহলে চারদিকে সবুজ আর সবুজ দেখাবে ।তখন ছাদে উঠলে মনটাও ভালো লাগবে ।
`বাড়ী ছাদে গছের বাগান কিছুটা হলেও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে’। সাদী
বিষয়: বিবিধ
৩১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন